Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৬ জানুয়ারি ২০১৬

ইসলামের সাথে সন্ত্রাস ও জঙ্গীবাদের কোন সম্পর্ক নেই -ইফা মহাপরিচালক


প্রকাশন তারিখ : 2016-01-10

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল বলেছেন,বর্তমান বিশেব মুসলিম উম্মাহ নানামুখী সংকট ও ষড়যন্ত্রের শিকার। ইসলামকে একটি সন্ত্রাসী ধর্ম হিসেবে তুলে ধরার জন্য ইসলাম বিদ্বেষী শক্তি আজ মরিয়া হয়ে উঠেছে। আজ (১০ জানুয়ারি, রোববার) সকালে ইসলামিক ফাউন্ডেশনের আগারগাঁওস্থ প্রধান কার্যালয়ে ‘‘মুসলিম উম্মাহর সংকটঃ উত্তরনের উপায়’’ শীর্ষক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 

মহাপরিচালক বলেন, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার নামে যারা জঙ্গী তৎপরতায় মেতে উঠেছে তাদের সাথে ইসলামের কোন সম্পর্ক নেই। এই মুনাফেকী মুসলিম নামধারী গোষ্ঠীর কারনে ইসলামের অগ্রযাত্রা বাধাগ্রস্থ হচ্ছে। গবেষনা বিভাগ আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের অধ্যাপক ড. সলিমুলস্নাহ খান। তিনি বলেন, ইসলাম প্রচারের ক্ষেত্রে বাংলা ভাষার  অবদান অনস্বীকার্য। এই ভারতীয় উপমহাদেশে শুধু আরবী- ফারসী ভাষায় ইসলাম প্রচারিত হয় নি, বাংলা ভাষায়ও হয়েছে। শুধু আরবী- ফারসী ভাষায় ইসলাম প্রচারিত হলে বাংলা ভাষাভাষী এত বিপুল সংখ্যক জনগন ইসলাম ধর্ম গ্রহন করতেন না। তাই ইসলাম প্রচার ও প্রসারের ক্ষেত্রে অন্যান্য ভাষার পাশাপাশি বাংলা ভাষার অবদান সম্পর্কে আরো বিসত্মৃতভাবে  গবেষনা করা প্রয়োজন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিভিন্ন আলেম ওলামা, ইসলামী চিমত্মাবিদ ও ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন বিভাগের পরিচালক, কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।