Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২১st এপ্রিল ২০১৬

নতুন বছরে নতুন সম্ভাবনা নিয়ে ইসলামিক ফাউন্ডেশন কাজ শুরু করবে - ইফা মহাপরিচালক


প্রকাশন তারিখ : 2016-04-13

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল বলেছেন, কুরআন সুন্নাহর ভিত্তিতে পৃথিবীর মানুষকে মনুষ্যত্ব শিক্ষা ও নৈতিকতা শিক্ষার মাধ্যমে সুন্দর মানুষ বানানোর এক মহাপরিকল্পনা নিয়ে বঙ্গবন্ধু ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন। এই মুল্লুকে মানুষকে কুরআন সুন্নাহর আদলে ইসলামের দাওয়াত ও প্রচার প্রসারের জন্যই ইসলামিক ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। নতুন বছরে সব পুরাতনকে পিছনে ফেলে আগামীর সম্ভাবনার দিকে এগিয়ে যেতে হবে। পেছনের দিনের ভুল ভ্রান্তি থেকে শিক্ষা নিয়ে আরো নতুন উদ্যমে ইসলামিক ফাউন্ডেশনকে কাজ করতে হবে।
 

আজ (১৩ এপ্রিল, বুধবার) বিকালে - ১৪২৩ বঙ্গাব্দ উদযাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানের প্রধান আলোচক নারিন্দা দারুল উলুম আহসানিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আবু জাফর মুহাম্মদ হেলাল উদ্দিন বলেন, নতুন বছরে সকল মতভেদের উর্ধ্বে উঠে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর স্বার্থে আলেম ওলামাগণের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন বিভাগের পরিচালকসহ কর্মকর্তা-কর্মচারিরা উপস্থিত ছিলেন । অনুষ্ঠান শেষে দোয়া ও মুনাজাত করা হয়।