Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৮ জুলাই ২০১৫

বিভিন্ন জেলায় দাওয়াতভিত্তিক অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক- ধর্ম কোনো রাজনৈতিক দলের হতে পারে না


প্রকাশন তারিখ : 2015-07-27

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল বলেছেন, জামায়াত আর আলেম কখনো এক হতে পারে না। সত্যিকারের আলেম তারাই যারা জামায়াত ইসলামের সমর্থক নয়। জামায়াত ইসলাম সবসময় আলেম সমাজকে বিভ্রামত্ম করার চেষ্টা করে। ১৯৭১ সালে জামায়াত ইসলাম স্বাধীনতা যুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়েছিল। যারা স্বাধীনতাবিরোধী তাদের পক্ষে আলেম সমাজ থাকতে পারে না।

 

আজ সোমবার ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে পর্যায়ক্রমে দেশের ৬৪ জেলা কার্যালয়ের মাধ্যমে দাওয়াতভিত্তিক অনুষ্ঠানমালার অংশ হিসেবে নড়াইল, মাগুরা, যশোর, রাজবাড়ি জেলায়  আয়োজিত অনুষ্ঠানে মহাপরিচালক এসব কথা বলেন। তিনি বলেন, জামাত-শিবিরেরা বাংলাদেশকে একটি সন্ত্রাসী জঙ্গি রাষ্ট্র বানিয়ে ইসলামের সুমহান মর্যাদা বিনষ্ট করার গভীর ষড়যন্ত্রে রয়েছে। তাই ইসলামের চরম শক্র মওদুদী দর্শনের হীন রাজনীতির কবল থেকে দেশকে মুক্ত করতে আলেম সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে। উক্ত কর্মশালায় ইসলাম প্রচার ও প্রসারের লক্ষে ইসলামের বুনিয়াদী শিক্ষা, বোগদাদী কায়দা প্রশিক্ষন, দরসে কুরআন, দরসে হাদীস, ইলমে ফিকাহ ও তাসাউফের গুরম্নত্ব, মিলাদ-কিয়াম, জিকির, হামদ-নাত, গজল পরিবেশন, দীনি শিক্ষা, কারিক্যুলামে ইসলাম সম্পর্কে নানা ধরণের অপব্যাখ্যার বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টি, জঙ্গি ও সন্ত্রাস প্রতিরোধে ইসলামের প্রকৃত ব্যাখ্যা তুলে ধরাসহ ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।

 

অনুষ্ঠানে  মাগুরা জেলা পরিষদ প্রশাসক সৈয়দ শরীফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো: তারেক আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক মো: শাহাদাত হোসেন বক্তব্য রাখেন। এছাড়া অনুষ্ঠানে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ,স্থানীয় জনপ্রতিনিধি, প্রসাশনের কর্মকর্তা, দেশের খ্যাতিমান ইমাম, আলেম-উলামা, পীর-মাশায়েখ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
 

(শায়লা শারমীন)

সহকারি জনসংযোগ কর্মকর্তা

ইসলামিক ফাউন্ডেশন

মোবাইলু ০১৫৫-৩৫৩৬২৭৬