ঢাকা, শুক্রবার, ২০ মার্চ, ২০২০ \
বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাস মহামারী আকার ধারন করায় করোনাভাইরাসের সংক্রমন এড়াতে সরকারের পক্ষ থেকেও সব ধরনের জনসমাগম পরিহার করাসহ বেশ কিছু নির্দেশনা দেয়া হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে করোনাভাইরাসের সংক্রমন রোধে আজ শুক্রবার জুমার নামাজ পড়তে মসজিদে যাবার আগে বাসায় অজু করে ও সুন্নত নামাজ পড়ে, শুধু ফরজ নামাজ পড়ার জন্য মসজিদে আসতে মুসুল্লীদেরকে আহবান জানানো হচ্ছে।
এছাড়া যারা বিদেশ ফেরত ব্যক্তি, জ্বর-হাঁচি-কাশিতে আক্রান্ত ও অসুস্থ ব্যক্তিদের মসজিদে বা জনসমাগমে যাওয়া থেকে বিরত থাকার জন্য পুনরায় অনুরোধ করা হল।