Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৭ নভেম্বর ২০১৯

বায়তুল মুকাররম জাতীয় মসজিদের দক্ষিণ চত্বরে চলছে মাসব্যাপী ইসলামী বইমেলা


প্রকাশন তারিখ : 2019-11-17

ঢাকা, রবিবার, ১৭ নভেম্বর ২০১৯ 
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা) ১৪৪১ হিজরি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মুকাররম জাতীয় মসজিদের দক্ষিণ চত্বরে চলছে মাসব্যাপী ইসলামী বইমেলা। 
 গেলো ৯ নভেম্বর শনিবার বিকালে (বাদ আসর) ধর্মসচিব মোঃ আনিছুর রহমান বইমেলার উদ্বোধন করেন। আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত এ মেলা চলবে ।
এবারের মেলায় ৬১ টি স্টল অংশগ্রহণ করছে। মেলা প্রতিদিন সকাল ১০.০০ টা রাত ৮.০০টা পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা) উপলক্ষে প্রতি বছরই ইসলামিক ফাউন্ডেশনের প্রকাশনা বিভাগ এ মেলার আয়োজন করে থাকে।
মেলায় পবিত্র কুরআনের অনুবাদ, তাফসীর, হাদিস গ্রন্থসহ ইসলামের বিভিন্ন বিষয়ের ওপর মৌলিক ও গবেষণামূলক গ্রন্থ স্থান পেয়েছে। এছাড়া ইসলামিক ফাউন্ডেশনের স্টলে আকর্ষণীয় কমিশনে পবিত্র কুরআনের অনুবাদ, তাফসীর, হাদিসসহ বিভিন্ন গবেষণামূলক গ্রন্থ বিক্রয় করা হচ্ছে।