Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৮ ফেব্রুয়ারি ২০১৬

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত


প্রকাশন তারিখ : 2016-01-31

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল এর আশু রোগমুক্তি কামনায় আজ (৩১ জানুয়ারি, রোববার) বাদ যোহর ইসলামিক ফাউন্ডেশনের আগারগাঁওস্থ প্রধান কার্যালয়ে দোয়া, মুনাজাত ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন কর্মচারি কল্যাণ সমিতি এ দোয়া মাহফিলের আয়োজন করে। মুনাজাতে মহাপরিচালকের রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। দোয়া মুনাজাতে ইসলামিক ফাউন্ডেশনের সচিব, বিভিন্ন বিভাগের পরিচালকবৃন্দ, কর্মচারি কল্যাণ সমিতির সাধারন সম্পাদক, সভাপতি ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ ওয়াহিদুজ্জামান। উল্লেখ্য, গত সপ্তাহে একটি বেসরকারি হাসপাতালে মহাপরিচালকের দেহে অস্ত্রোপচার করা হয়।