Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৮ জানুয়ারি ২০১৮

এসডিজি অর্জনে ধর্ম মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে - ধর্মসচিব


প্রকাশন তারিখ : 2018-01-27

ঢাকা, শুক্রবার, ২৬ জানুয়ারি ২০১৮॥ 
       ধর্ম সচিব মোঃ আনিছুর রহমান বলেছেন, এসডিজি অর্জনে ধর্ম মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ধর্ম মন্ত্রণালয় তার অধীনস্থ সংস্থাগুলোর সমন্বয়ে এসডিজির লক্ষ্যমাত্রা অর্জনের জন্য আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। আজ (২৬ জানুয়ারি, শুক্রবার) সকাল ১০ টায় ইসলামিক ফাউন্ডেশন আগারগাঁওস্থ সভাকক্ষে ধর্ম মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থাগুলোর সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

       সভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল। সভায় ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন বিভাগ তাদের কার্যক্রম তুলে ধরেন। অধীনস্থ সংস্থাগুলোও তাদের বিবিধ কার্যক্রম, সম্ভাবনা, ভবিষ্যত কর্মপন্থা, কর্মপরিবেশ সভায় উপস্থাপন করেন। সভায় অন্যান্যদের মধ্যে ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এ বি এম আমিনউল্লাহ নূরী, মোঃ জহির আহমদ, ড. মোয়াজ্জেম হোসেন, উপ-সচিব মোঃ সাখাওয়াত হোসেন, সিনিয়র সহকারি সচিব মোঃ মোস্তফা কাইয়ূম, খালেদা বেগম, সহকারি সচিব এস.এম.মনিরুজ্জামান, বেগম হাসিনা শিরীন, খৃষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিব নির্মল রোজারিও, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিব জরদও বড়–য়া, ওয়াকফ প্রশাসক মোঃ শহীদুল ইসলামসহ ধর্ম মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থাগুলোর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।