Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৯ জুলাই ২০১৭

জঙ্গিবাদ প্রতিরোধে ইসলামিক ফাউন্ডেশনের ভূমিকা সর্বমহলে প্রশংসিত-বলছেন ধর্মসচিব


প্রকাশন তারিখ : 2017-07-08

ঢাকা, শুক্রবার, ৭ জুলাই ২০১৭ ॥
ধর্মসচিব মোঃ আব্দুল জলিল বলেছেন, জঙ্গিবাদ প্রতিরোধে ইসলামিক ফাউন্ডেশনের ভূমিকা সর্বমহলে প্রশংসিত। ইমাম সাহেবগণ ইসলামের প্রকৃত মর্মবাণী তুলে ধরে জঙ্গিবাদ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। দেশের সামগ্রিক উন্নয়নে ইমাম সাহেবদের মূল ¯্রােতধারায় সম্পৃক্ত করতে হবে। শিক্ষা, স্বাস্থ্য, আত্মকর্মসংস্থান ও জনসচেতনতা তৈরিতে ইমাম ও আলেম-ওলামাকে সম্পৃক্ত করতে হবে। আজ (শুক্রবার) সকালে ইসলামিক ফাউন্ডেশন আগারগাঁও সভাকক্ষে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, সামাজিক খাতের প্রায় সব সূচকে বাংলাদেশ ভারতের তুলনায় এগিয়ে রয়েছে। উন্নয়নে বাংলাদেশ আজ সারা বিশ্বে মহাবিস্ময়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশনারি নেতৃত্বে বাংলাদেশ মধ্য আয়ের দেশে পরিণত হতে চলেছে।
ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজালের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব এ বি এম আমিন উল্লাহ নূরী, যুগ্মসচিব হাজিফুর রহমান, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের প্রকল্প পরিচালক জোবায়ের রহমান ও ইসলামিক ফাউন্ডেশনের সচিব (যুগ্মসচিব) কাজী নূরুল ইসলাম প্রমুখ। 
ইসলামিক ফাউন্ডেশনে প্রধান কার্যালয় ও মাঠ পর্যায়ের শতাধিক কর্মকর্তা এতে অংশ নেন।